অনলাইন ডেস্ক, ১২মে।। এই প্রথম দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। করোনা প্রতিরোধে দেশব্যাপী জরুরি অবস্থা জারির নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশটির প্রধান কিম জং উন দেশব্যাপী সর্বোচ্চ পর্যায় থেকে এই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, দেশটির রাজধানী পিয়ং ইয়াংয়ে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত কত জন রোগী শনাক্ত হয়েছে তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
দেশটির ২ কোটি ৬০ লাখ জনসংখ্যা করোনাভাইরাসের টিকা গ্রহণ করেনি। জাতিসংঘ থেকে কোভ্যাক্স টিকা প্রদানের কার্যক্রম ফিরিয়ে দিয়েছিল দেশটি।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে, কিম জং উন ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করে দেশব্যাপী অ্যান্টিভাইরাস বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। যত দ্রুত সম্ভব করোনা ছড়ানো স্থিতিশীল রাখতে এবং সংক্রমণের উৎস কমাতে নির্দেশনা দিয়েছেন।
অ্যান্টিভাইরাস কার্যক্রম বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা বললেও কিম দেশটিতে চলমান সংস্কারকাজ, কৃষির উন্ন এবং অন্যান্য প্রজেক্টের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশটির নাজুক স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আবার এর সঙ্গে খাদ্য সংকটের মতো অন্যান্য সমস্যা যোগ হলে দেশটি অস্থিতিশীল হয়ে পড়বে।