স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১২ মে।। ট্রাকের তেলের ট্যাংক এবং স্টেপনি চাকা থেকে উদ্ধার প্রচুর গাঁজা। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া স্থিত স্টেট ব্যাংক সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানার পুলিশ বুধবার গভীর রাতে তেলিয়ামুড়া স্থিত আসাম-আগরতলা জাতীয় সড়কে ভেহিকেল চেকিংয়ে বসে। তখন এমপি ০৯-জিএইচ-৩৪৯২ নম্বরের একটি ছয় চাকা গাড়ি আগরতলা থেকে বহি রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল।
তেলিয়ামুড়া থানা সংলগ্ন এলাকায় গাড়িটি আসতেই সন্দেহবশত গাড়িটিতে তল্লাশি চালায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মন এর নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ টি.এস.আর জওয়ানরা। তল্লাশি চালিয়ে গাড়ির ডিজেল ট্যাংক ও স্টেপনি চাকা থেকে প্রচুর পরিমাণ অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত গাজার পরিমান প্রায় ৮২ কেজি বলে জানা গেছে।
সংবাদমাধ্যমের সম্মুখীন হয় এমনটাই জানান তেলিয়ামুড়া থানার পুলিশ।এই গাঁজা পাচারকারী গাড়ির চালক এবং সহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওদের দুজনেরই বাড়ি মধ্যপ্রদেশ। বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার পুলিশ আটককৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করবে।