স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মে।। আইনজীবী ভাস্কর দেবরায়ের চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর বিষয়টি আগেই উচ্চ আদালতে স্পষ্ট হয়ে গেছে। যে কারণে রাজ্য সরকার ইতিমধ্যে মৃতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে।
কিন্তু জিবি হাসপাতালের ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা নিয়ে উচ্চ আদালত বেজায় ক্ষুব্ধ। কারণ আদালতের নির্দেশ কার্যকর হয়েছে বলে সরকারের একজন উপ-সচিব আদালতকে জানিয়েছিলেন। কিন্তু পরে দেখা যায় কোনও নির্দেশ কার্যকর হয়নি।
আদালতে মিথ্যা হলফনামা দানকারী উপ-সচিবের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঠিক তেমনি জিবি হাসপাতালের ৫ চিকিৎসকের বিরুদ্ধেও মামলা হয়েছে। গোটা বিষয় সম্পর্কে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।