অনলাইন ডেস্ক, ১২মে।। রাশিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। চিঠিতে তিনি মস্কোর প্রতি সংহতি প্রকাশ করেছেন বলে খবর। প্রেরিত চিঠিতে ‘রাজনৈতিক ও শত্রু বাহিনীর নানা ষড়যন্ত্রের’ মুখে থাকা রাশিয়ার নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিম।
দুই দেশের মধ্যকার কৌশলগত ও ঐতিহ্যগত সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা। রাশিয়া গত সোমবার জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৭ম বার্ষিকী পালন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিজয়কে প্রতি বছর ‘বিজয় দিবস’ হিসেবে স্মরণ করে রাশিয়া। এ উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে চিঠি দেন কিম জং-উন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পরপরই মস্কোর প্রতি সমর্থন জানিয়েছিল কিম জং উনের প্রশাসন। এই সংঘাতের জন্য ইউক্রেনের আমেরিকা-ঘেঁষা নীতিকেই দায়ী করেছে পিয়ং ইয়ং।
মার্চ মাসে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে রাশিয়ার ‘ইউক্রেন আগ্রাসনের’ নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি দেশ ভোট দিয়েছিল তার অন্যতম ছিল উত্তর কোরিয়া।