অনলাইন ডেস্ক, ১২মে।। ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনি জানিয়েছেন, চলতি মৌসুমের পর তার সঙ্গে শেষ হচ্ছে জুভেন্টাসের ১৭ বছরের অধ্যায়।
২০০৫ সালে ফিওরেন্তিনা থেকে তুরিনে আসেন ৩৭ বছর বয়সী তারকা। এরপর জুভদের হয়ে জিতেছেন ৯টি সিরি’আ ও পাঁচটি কোপা ইতালিয়া।
বুধবার রাতে আরেকটি শিরোপা জয়ের হাতছানি ছিল কিয়েলিনির সামনে। তবে এগিয়ে থেকেও কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে হেরে যায় জুভেন্টাস। সেই সঙ্গে শিরোপাবিহীন এক মৌসুম কাটল কিয়েলিনিদের। চলতি মৌসুমের সিরি’আয় চতুর্থ স্থানে আছে জুভেন্টাস।
রোমে কোপা ইতালিয়ার ফাইনালে ৪-২ গোলে হারের পর কিয়েলিনি ইতালিয়ান ব্রডকাস্টার মিডিয়াসেটকে বলেন, ‘যতটুকু করতে পারি, করেছি। আশা করি, পেছনে কিছু ফেলে যাচ্ছি।’
সাবেক ক্লাব ফিওরেন্তিনার হয়ে চলতি মৌসুমের লিগের শেষ ম্যাচ খেলবেন কিয়েলিনি। তার আগে সোমবার ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে তার শেষ ম্যাচ লাৎসিওর বিপক্ষে। সেই ম্যাচে ঘরের সমর্থকদের বিদায় জানাবেন কিয়েলিনি, ‘সোমবার আমার জুভেন্টাস স্টেডিয়ামকে বিদায় জানাব।’
কিয়েলিনি প্রথম স্কুদেত্তো জেতেন ২০১১-১২ মৌসুমে। গত মৌসুমে ইন্টার সিরি’আ জেতার আগে টানা ৯ বার লিগ শিরোপা জেতে জুভেন্টাস।
ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ইঙ্গিত দিয়েছেন কিয়েলিনি। জুনে ওয়েম্বলিতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিদায় জানাতে পারেন তিনি। এই স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ইতালির হয়ে ২০২০ ইউরো শিরোপা জেতেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হয় কিয়েলিনির। ইতালির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় পঞ্চম স্থানে আছেন তিনি। জুভদের ছাড়লেও ভবিষ্যতে অন্য কোনো ক্লাবে খেলবেন কিনা, তা খোলাসা করেননি এই তারকা।
ভবিষ্যৎ ক্লাব সম্পর্কে জিজ্ঞাসায় কিয়েলিনির উত্তর, ‘আমি জানি না। এই সম্পর্কে আমার পরিবারের সঙ্গে আলোচনা করতে হবে।’