অনলাইন ডেস্ক, ১২ মে।। এবার কেন্দ্রের সমীক্ষায় উঠে আসল এক দারুণ তথ্য, সম্প্রতি ধর্মের নিরিখে মুসলিমদের ক্ষেত্রে ফার্টিলিটি রেট সব থেকে কমেছে, হ্যা এটাই সত্যি এমনটাই হয়েছে আমাদের দেশ ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় পরিবার এবং সমীক্ষায় উঠে আসছে এই ধরনের তথ্য। আসলে এই ফার্টিলিটি রেট কি? অনেকের মনেই প্রশ্নের সঞ্চার করতে পারে।
এই ফার্টিলিটি রেট হল, একটা ব্যাক্তি নিজের জীবনে যতগুলো সন্তান জন্ম দেন, তাঁর গড় হল ফার্টিলিটি রেট। ২০১৯-২১ এর সমীক্ষা যদি দেখা যায় তাহলে লক্ষ্য করা যাবে ফার্টিলিটি রেট কমেছে ২%। ২০১৫-১৬ সালে যেটা ছিল২.২% তারপরে ১৯৯২-৯৩ সালে যেটা ছিল ৩.৪%।
যদি এবার ধর্মের নিরিখে দেখা যায় মুসলিম দের ফার্টিলিটি রেট অনেকটাই কমে গেছে, তবে হ্যা অন্যান্য ধর্মের মানুষদের সাথে যদি তুলনা করা যায়, তাহলে দেখা যাবে মুসলিমরাই এগিয়ে রয়েছে জন্মহারের ক্ষেত্রে। এই তথ্যও সমীক্ষায় উঠে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ২০১৫-১৬ সালে জন্মগ্রহণের হার ছিল ২.৬২% এখন সেটাই ২.৩৬%। ১৯৯২-৯৩ সালে সেটা ছিল আরও বেশী ৪.৪%।
তবে হ্যা শুধু যে ধর্মের ভিত্তিতে মুসলিম দের ক্ষেত্রেই কমেছে ফার্টিলিটি রেট, তা নয় হিন্দুদেরও কমেছে ফার্টিলিটি রেট।বিশেষজ্ঞদের মতে, এই যে ফার্টিলিটি রেট কমে যাওয়ার কারণ তাঁর সাথে মায়ের শিক্ষার অনেকটাই যোগ রয়েছে।
সেখানেই কেন্দ্রীয় মন্ত্রকের সমীক্ষায় ধরা পড়েছে ১৫-৪৯ বছর পর্যন্ত মুসলিম মহিলাদের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে অনেকটাই। সেখানে ৪৪% মহিলা তাঁদের স্কুল পূর্ণ করেছে, এটা হিন্দুদের ক্ষেত্রে ৫৩%।