স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১১ মে।। মিথ্যা অভিযোগ সহ্য না করতে পেরে অপমানে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা যুবকের। ঘটনা বিশালগড় থানা দিন করোইমুড়া তেবারিয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকালে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে লক্ষণ দাস নামে এক যুবক।
পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যুবকের অবস্থা অবনতি দেখে হাপানিয়া হাসপাতালে রেফার করে।
অপরদিকে পরিবারের লোকজন অভিযোগ করেন এলাকার এক নাবালিকা মেয়েকে দিয়ে শ্লীলতাহানীর অভিযোগ এনে বাড়ি ঘরে এসে পরিবারের লোকজনকে এবং যুবককে মারধর করার চেষ্টা করে ওই নাবালিকার পরিবারের লোকজন। এমনকি যুবককে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেই যুবক মিথ্যা অভিযোগ সহ্য না করতে পেরে অপমানে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে।