স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১১ মে।। ঋণের চাপে মৃত্যুকে বেছে নিলেন গৃহকর্তা। তেলিয়ামুড়া গামাইবাড়ি বৈশ্যটিলা এলাকার বিশ্বজিৎ চৌধুরী ১০ বছর আগে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণ পরিশোধ করতে পারেননি।যে কারণে বেশ কয়েকবার ব্যাঙ্ক থেকে চাপ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিশ্বজিৎবাবু জানতে পারেন ব্যাঙ্ক থেকে তার নামে সমন পাঠানো হবে। সেই আতঙ্কে তিনি মঙ্গলবার রাতে বোনের বাড়ির পাশে ফাঁসিতে আত্মহত্যা করেন। গৃহকর্তার অস্বাভাবিক মৃত্যুর পর পরিবারের সদস্যরাও আরও বিপাকে পড়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।