অনলাইন ডেস্ক, ১১ মে।। রাষ্ট্রদোহ আইন নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত স্থগিত রাষ্ট্রদোহ আইন। এই নির্দেশের ফলে সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা খেল কেন্দ্র।
সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদোহ আইনে নতুন কোনও মামলা রুজু করা যাবে না। বুধবার এমনটাই নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
রাষ্ট্রদোহ আইনে মামলা রুজু থাকলেও নতুন করে কাউকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্র ও রাজ্য। জেলবন্দিরাও জামিনের আবেদন করতে পারবে।