অনলাইন ডেস্ক, ১১ মে।। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক ইংলিশ ব্যাটার গ্রাহাম থর্প। খবরটি নিশ্চিত করেছে পেশাদারি ক্রিকেটারদের সংগঠন (পিসিএ)।
৫২ বছর বয়সী এই তারকা ইংল্যান্ডের হয়ে ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত খেলেছেন ১০০ টেস্ট। এছাড়া ওয়ানডে খেলেছেন ৮২টি। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন সারে’র হয়ে।
ইংল্যান্ড জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন থর্প। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর দায়িত্ব ছাড়েন তিনি। এরপর মার্চে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান সাবেক এই বাঁহাতি স্টাইলিশ ব্যাটার।
পিসিএ এক বিবৃতিতে জানায়, গ্রাহাম থর্প গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। তার পরিবার জানিয়েছে এই সময়ে গোপনীয়তা বজায় রাখার জন্য।
ইংল্যান্ডের হয়ে টেস্টে ৪৪.৬৬ গড়ে ১৬ সেঞ্চুরিতে ৬৭৪৪ রান করেছেন থর্প। অভিষেক টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৪ রান করেছিলেন তিনি। টেস্টে তার ক্যারিয়ার সেরা অপরাজিত ২০০ রান। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন এই ইনিংস।
২০০৫ সাল খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর অস্ট্রেলিয়ার কোচিং ক্যারিয়ার শুরু করেন থর্প। নিউ সাউথ ওয়েলসের হয়ে কাজ শেষে ইংল্যান্ডে ফেরেন তিনি। সহকারী কোচ হিসেবে থর্প ইংল্যান্ডের দুই সাবেক কোচ ট্রেভর বেইলিস ও ক্রিস সিলভারউডের সঙ্গেও কাজ করেছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ১৭ বছর সারে’র হয়ে খেলেছেন থর্প। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘ইংল্যান্ডের ক্রীড়া জগতের আইকন তিনি (থর্প)। মিলিয়ন ক্রিকেট সমর্থকদের প্রিয় মানুষ তিনি এবং সারের চিরকালের সেরা পুত্র।’