বিদ্যাজ্যোতি প্রকল্প থেকে অরুন্ধতী নগর এইচএস স্কুল হল ইংরেজি মাধ্যম

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ মে।। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই রাজ্য সরকার গুনগত শিক্ষার উপর জোর দিয়ে আসছে। সেই লক্ষেই কাজ করে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার মিশন ১০০ প্রকল্পে রাজ্যের ১০০ টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পাধীন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়।

আজ বিদ্যাজ্যোতি প্রকল্প থেকে অরুন্ধতী নগর এইচএস স্কুলে চালু হল ইংরেজি মাধ্যমে।  ইংরেজি মাধ্যমে সিবিএসসি সিলেবাস অনুযায়ী ক্লাস ওয়ানের শুরু হল শিক্ষা ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডাঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেট অলক রায়।

বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, শিক্ষার প্রকৃত মান উন্নয়নের জন্য রাজ্যের বিপ্লব কুমার দেব এর নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠিত হয় তখন আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়। তার অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসা সিস্টেমের জন্য আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। গুণগত মান ছিল না। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?