স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১১ মে।। আজ কুমারঘাটে জি.এম.পির মহকুমা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। উক্ত কনভেনশনের আয়োজন করে, জিএমপি, উপজাতি যুব ফেডারেশন, ও ছাত্র ইউনিয়ন। উক্ত কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জি.এম.পির কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা সি.পি.আই.এম- এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী,সহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ।
কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, জিতেন্দ্র চৌধুরী বললেন, যে রাজ্যের এডিসি এলাকায় মথা ক্ষমতায় রয়েছে, এডিসি এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ নেই। অথচ ওরা রাজ্য সরকারের বিরুদ্ধে কোন কথা বলছে না। কোনো আন্দোলনেই, অথচ অবাস্তব দাবি করছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। এটি কোন অবস্থাতেই সম্ভব নয়, এটিএকটি অবাস্তব দাবি। রাজ্য সরকারের সমালোচনা করে জিতেন্দ্র চৌধুরী বললেন, য়ে বিজেপি বিগত বামফ্রন্ট এর আমলে যে সকল উন্নয়ন মূলক কাজ। ২৫ বছরে বামফ্রন্ট করেছিল, তার দ্বিগুণ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।
কিন্তু বাস্তবে প্রতিশ্রুতির কোন কাজ করেনি। আজ সারা রাজ্যে অরাজকতা চলছে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আজ গরিবের ডাল ভাত খাওয়া লাটে উঠতে চলেছে। ভোজ্য তেল, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী, কেরোসিন, পেট্রোল -ডিজেল প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া। তাতে কেন্দ্রীয় সরকারের কোন ভ্রুক্ষেপ নেই,ওরাব্যস্ত দেশি-বিদেশি কর্পোরেটদের সেবায়। রাষ্টায়ক সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাই বিজেপি সরকারকে উৎখাত করার ডাক দেন তিনি, তিনি বলেন বিজেপি সরকারকে না সরালে মানুষের মৌলিক অধিকার থাকবে না।