অনলাইন ডেস্ক, ১০ মে।। ডাচ জায়ান্ট আয়াক্সের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন জোডি লুকোকি। গত বছর যোগ দিয়েছিলেন দেশটির শীর্ষ ফুটবল লিগ ইরেদিভিসির ক্লাব এফসি টুয়েন্টেতে।
হয়তো আরও বড় কোনো ক্লাবে খেলার স্বপ্ন দেখছিলেন লুকোকি। কিন্তু কখনো কখনো ‘ফুটবল ঈশ্বর’ খুব নিষ্ঠুর আচরণ করেন। মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর উইঙ্গার।
জাতীয় দলের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেছেন লুকোকি। ২০১৫ সালে কঙ্গোর জার্সিতে অভিষেক হয় তার। ২০২০ সালে শেষবার লিওপার্ডদের হয়ে খেলতে দেখা গেছে তাকে। কঙ্গোর জার্সি গায়ে পরার আগে নেদারল্যান্ডসের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন লুকোকি।
২০১০ সালের আয়াক্সের সিনিয়র দলের হয়ে মাঠে নামেন তিনি। এরপর লুকোকি যোগ দেন ইরেদিভিসির আরেক ক্লাব পিইসি জোলেতে। এছাড়া তিনি বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেটস এবং তুরস্কের ইয়েনি মালাতিয়াসপোরেও খেলেছেন।
দুই বছরের চুক্তিতে গত জুনে টুয়েন্টের সঙ্গে চুক্তি করেন লুকোকি। কিন্তু প্রাক-অনুশীলনের সময় হাঁটুতে মারাত্মক চোট পাওয়ায় মাঠে নামা হয়নি তার। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে গত ফেব্রুয়ারিতে ডাচ ক্লাবটি আগেভাগে চুক্তি শেষ করে এই উইঙ্গারের সঙ্গে।
লুকোকির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। গত সপ্তাহে ভক্তদের সুখবর দিয়েছিলেন। নিজের ইনস্টাগ্রাম পেজে চোট কাটিয়ে জিমে ঘাম ঝরানোর কথা জানান তিনি।
লুকোকির আকস্মিক মৃত্যুতে তার সাবেক দুই ক্লাব টুয়েন্টে ও জোলে তাদের ওয়েবসাইটে গভীর শোক প্রকাশ করেছে।
২০১৪ সালে জোলেতে যোগ দেওয়ার আগে আয়াক্সের হয়ে ৩৫ ম্যাচে ৫ গোল করেন লুকোকি। এরপর লুদোগোরেটসে পাঁচ বছরের অধ্যায়ে ১৫৮ ম্যাচে করেন ৩০ গোল।