অনলাইন ডেস্ক, ১০ মে।। শ্রীলঙ্কার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করা রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, হাম্বানটোটার মেদামুলানায় রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন দেয়া হয়েছে। আগুন দেয়ার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, বিক্ষোভকারীরা দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটি জ্বলছে।
সোমবার দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-সহিংসতার মধ্যে এ ঘটনা ঘটে। এর আগে রাজাপাকসে পদত্যাগ করেন।
বিক্ষোভ-সহিংসতায় দেশটির একজন এমপি আত্মহত্যা করেছেন। এ ছাড়া এই সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন বলে পুলিশের বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে দেশটির জনগণ। বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিরোধীরা।
সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংকট সমাধানে আজকেই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
সহিংসতা বন্ধে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা পুলিশ। এ চাড়া দেশের পুলিশদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে যোগদান করতে বলা হয়েছে।