স্টাফ রিপোর্টার, আমবাসা, ১০ মে।।লংতরাইভ্যালি মহকুমার কিশোরীকে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে এক যুবক দিনের পর দিন ধর্ষণ করে বলে অভিযোগ। সম্প্রতি মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তখনই ঘটনা সম্পর্কে জানতে পারেন পরিবারের লোকজন।
থানার দ্বারস্থ হওয়ার পর অসুস্থ কিশোরীকে চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালে আনা হয়। জানা গেছে অভিযুক্ত যুবক আবার নির্যাতিতার আত্মীয়। অভিযুক্ত যুবক নাকি হুমকি দিয়েছিল যদি কিশোরী ঘটনা সম্পর্কে কাউকে বলে তাহলে তাকে খুন করে ফেলবে।
পুলিশ একটি ধর্ষণের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নির্যাতিতার পরিবার সুবিচারের দাবী জানিয়েছে।