অনলাইন ডেস্ক, ১০ মে।। বাবার দেখানো পথে হাঁটছেন ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ইতোমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে অনুশীলনের সুযোগও পেয়েছে সে। বাবার মতো অল্প বয়সে জুনিয়রও ফুটবলে নিজের প্রমাণ দিচ্ছে।
ইতোমধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে অনুশীলনে চমৎকার এক ফ্রি-কিকে সবার নজর কেড়েছে। আর সেই ফ্রি-কিকের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ১১ বছর বয়সী কিশোরের এমন ফ্রি-কিক দেখে অনেক ইউনাইটেড সমর্থক মজা করে জানিয়েছে, কিংবদন্তি বাবার চেয়ে তার ছেলে ভালো।
ভাইরাল হওয়া ভিডিও দেখা যায়, `ম্যানেকুইন ওয়াল’ বা বিশেষ করে অনুশীলনে ফ্রি-কিকে খেলোয়াড়দের জন্য কৃত্রিম দেয়ালের ওপর দিয়ে দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে দেয় রোনালদো জুনিয়র।
এই ভিডিও দেখে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে তার ১১ বছর বয়সী এই কিশোরের তুলনা করেছেন রেড ডেভিল সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘অন্তত সে লক্ষ্যে বল পাঠাতে পারবে। তার বাবা এখনো আকাশে বল পাঠায়।’ আরেকজনের মন্তব্য, ‘দুজনের মধ্যে সেরা জনকে দেখা গেল।’
এবারই প্রথম নয়, রোনালদো জুনিয়র ইউনাইটেডে আলো ছড়িয়েছে। রেড ডেভিলদের হয়ে উত্থান হয়েছিল সিআর সেভেনেরও। ফ্রি-কিকে ‘মাস্টার’ও বলা যায় রোনালদোকে। ছেলের মধ্যেও সেই প্রতিভা দেখা যাচ্ছে।
বাবা কিংবদন্তি হলে যা হয়, শিশুবেলা থেকে সবার মধ্যমণি হয়ে বড় হচ্ছে জুনিয়র। সেই সঙ্গে নিজেকেও সে মাঠে প্রমাণ করতে প্রস্তুত। তবে বাবা ছাড়িয়ে নিজের নাম ফুটবল ইতিহাসে অমর করে রাখতে পারবে কিনা রোনালদোর ছেলে, তা সময় বলে দেবে।