স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১০ মে।। অসহায় দীনদরিদ্র এক মহিলা রেগা শ্রমিক রেগার কাজ করতে গিয়ে গাছ পড়ে গুরতর আহত হয়ে বর্তমানে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
যদিও সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন সুপারভাইজর সুমন্তসেন চাকমা সহ ব্লকের অন্যান্য কর্মকর্তারা। সমস্ত ঔষধপত্রের ব্যবস্থা করেন তারা। ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ।অন্যান্য দিনের মতোই মঙ্গলবার ডুম্বুরনগর ব্লকের উত্তর গন্ডাছড়া এ ডি সি ভিলেজ -র অন্তর্গত উল্টাছড়াতে রেগার কাজ চলছিল।
মঙ্গলবার উক্ত এ ডি সি ভিলেজের জাপান চাকমা পাড়ার বাসিন্দা মহিলা রেগা শ্রমিক বছর পচিশের মঞ্জুরানী চাকমা রেগার কাজে গিয়ে কাজ শুরু করেন। কিছুক্ষন কাজ করার পর প্রায় বেলা এগারোটায় কাজের স্থান থেকে কিছুটা উপর থেকে একটি গাছ ভেঙে রেগা শ্রমিক মঞ্জুরানী চাকমার মাথায় পড়ে। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মঞ্জুরানী। সঙ্গে সঙ্গেই কাজের গোড়ায় থাকা জি আর এস কর্মী সহ অন্যান্য শ্রমিকরা আহত অবস্থায় মঞ্জুরানী চাকমাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই প্রাথমিক চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান পঞ্চায়েত -এর সুপারভাইজর সুমন্তসেন চাকমা, সচিব পবিত্র ত্রিপুরা সহ অন্যান্যরা। চিকিৎসার প্রয়োজনীয় ঔষধপত্র সহ সমস্ত ব্যবস্থা করেন সুমন্তসেন বাবুরা l