হুমহুমিয়ে তেড়ে আসছে বঙ্গোপসাগরের দানব

অনলাইন ডেস্ক, ৯ মে।। লাল চোখ নিয়ে হুমহুমিয়ে তেড়ে অাসছে বঙ্গোপসাগরের দানব। অশনি নাম নিয়ে এবার তার হামলা হবে। শক্তি বাড়িয়ে পেশী ফুলিয়ে আসা সাগর দানব বারবার মরে আবার প্রকৃতির নিয়মে মরণ ঘুম থেকে জেগে ওঠে।

সাগরের দানব অশনি ঘূর্ণিঝড় জন্ম তো নিয়েছে। কিন্তু মরবে কোথায়? এমনই বিশ্লেষণ চলছে। প্রাথমিক বিশ্লেষণে উঠে আসছে ডাঙায় আসার আগে শক্তি খোয়াতে পারে অশনি। তবে এই বিশ্লেষণ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।

বঙ্গোপসাগরের দুই উপকূলবর্তী দেশ ভারত ও বাংলাদেশের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে অশনি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অশনি প্রায় ১৪ কিলোমিটার বেগে আসছে। তবে তার গতি অনুসারে শক্তি বাড়বে।

নয়াদিল্লির মৌসম ভবন জানাচ্ছে পূর্বাভাস অনুযায়ী অশনি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১০ মে সন্ধ্যায় অন্ধ্র উপকূলে পৌঁছনোর কথা। এখান থেকে বাঁক নিয়ে উত্তর দিকে ওড়িশা উপকূল বরাবর এগোবে।

ঢাকার আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, ভারতের ওড়িশা উপকূলে অভিমুখ পরিবর্তন করার পর থেকেই ঘূর্ণিঝড় ক্রমশ দুর্বল হয়ে যাবে। এই ঘূর্ণি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আপাতত নেই।

মৌসম ভবন জানাচ্ছে, অশনি প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছুঁয়ে আসা অশনির প্রভাবে সাগর উত্তাল হবে। উপকূলীয় বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রামের সৈকত সংলগ্ন জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?