অনলাইন ডেস্ক, ৯ মে।। শ্রীলঙ্কা সফরে কেবল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। বাদ দেওয়া হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সোমবার খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান।
৫০ ওভারের এই সিরিজ আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পিসিবিকে অনুরোধ করেছে ওয়ানডে সিরিজ সিরিজ বাদ দেওয়ার জন্য।
যে সময় এই সিরিজ খেলার কথা তার এক সপ্তাহ আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আযোজনের সূচি দেওয়ার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। লঙ্কানদের অনুরোধ রাখতে সফরে ওয়ানডে সিরিজ না খেলার ব্যাপারে রাজি হয়েছে পাকিস্তান।
পিসিবির মিডিয়া ডিরেক্টর সামি-উল-হাসান বার্নি বলেন, ‘শ্রীলঙ্কান বোর্ড অর্থনৈতিক ঘাটতি কমাতে এক সপ্তাহ আগে তাদের লিগ শুরু করতে চায়। তাই তারা জানিয়েছিল ওয়ানডে সিরিজ বাদ দিতে, আমরা তা গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘এই ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। সিরিজের চূড়ান্ত সূচি নিয়ে এখনো আলোচনা চলছে এবং বিষয়টি শিগগিরই জানানো হবে।’