স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মে।। আগরতলা চানমারি চন্দনটিলা এলাকার অজয় দেবনাথের স্ত্রী শম্পা দেবনাথের মৃতদেহ উদ্ধার হয় নিজ ঘরে। দাবি করা হয়েছে ঘটনার সময় স্বামী বাড়িতে ছিলেন না। ভাড়াটিয়ারা প্রথমে মৃতদেহ দেখতে পান।
২০১৫ সালে অজয় এবং শম্পার বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তানও আছে। মৃতদেহ দেখতে পেয়ে স্বামীকে খবর দেয়া হয়। স্বামী বাড়ি গিয়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।