স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৯ মে।। কারাকর্মীদের চোখে ধুলো দিয়ে সাব -জেল থেকে পালালো বিচারাধীন এক কুখ্যাত আসামী। যদিও পুলিশের তৎপরতায় পালিয়ে যাওয়া আসামীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। একে পুলিশের বড়সর সাফল্য বলা যায়। প্রসঙ্গত উল্লেখ্য নেশার কবলে পড়ে একাংশ যুবক এই সুস্থ সমাজকে অসুস্থ করে চলেছে। ওই নেশাপায়ী যুবকরা নিজেদের খাই মিটাতে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন গ্রামে প্রায় প্রতিদিন চুরি ডাকাতির মতো ঘটনা ঘটিয়েই চলছে।
সম্প্রতি গন্ডাছড়া মহকুমার ফিশারি কমপ্লেক্সে গ্যাস সিলিন্ডারের চুরির ঘটনায় অভিযোক্ত শুভজয় ত্রিপুরাকে আটক করে শনিবার গন্ডাছড়া মহকুমা আদালতে প্রেরণ করেন মহকুমা থানার পুলিশ। মাননীয় আদালত চলতি মাসের কুড়ি তারিখ পর্যন্ত জেল কাষ্টডিতে পাঠান।
কিন্তু রবিবার সুযোগ বুঝে সন্ধ্যার কোন একসময় কারাকর্মীদের চোখে ধুলো দিয়ে গন্ডাছড়া সাব -জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সংবাদ পেয়ে সোমবার ঘটনার তদন্ত করতে গন্ডাছড়ায় ছুটে আসেন আই জি প্রিজন। ওইদিন গন্ডাছড়া মহকুমা শাসককে নিয়ে সাব জেল পরিদর্শন করেন আই জি। আসামী পলায়ন বিষয় নিয়ে বেশ কিছুক্ষন রুদ্বদ্বার বৈঠক করেন আই জি প্রিজন এবং মহকুমা শাসক।।
আই জি -র সফরকালেই গন্ডাছড়া থানার ও সি এবং সেকেন্ড অফিসার সমীর দাসের নেতৃত্বে টি এস আর পুলিশের একটি বিভিন্ন গোপন আস্তানায় তল্লাসি চালিয়ে পালিয়ে যাওয়া আসামী শুভজয় ত্রিপুরাকে আটক করে মহকুমা আদালতে প্রেরণ করে। পুলিশের এহেন ভূমিকায় খুশী আমজনতা।