মহিলাদের সম অংশদারিত্ব সুনিশ্চিতিকরন আমাদের অন্যতম প্রাধান্য : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মে।। সামাজিক ও আর্থিক বুনিয়াদ সশক্তিকরণের পাশাপাশি প্রশাসনিক শীর্ষস্তর পর্যন্ত মহিলাদের সম অংশদারিত্ব সুনিশ্চিতিকরন আমাদের অন্যতম প্রাধান্য। নারীরা সংসারের যথার্থ দায়িত্ব প্রতিপালনের সাথে প্রয়োজনে টিএসআর এর মত বাহিনীতে সশস্ত্র ভূমিকাতেও দৃঢ়তার সাথে অবতীর্ন হতে জানেন।

মহিলাদের সশক্তিকরণে গৃহীত গুচ্ছ পদক্ষেপের প্রেক্ষিতে ৬ আগরতলা মন্ডল আয়োজিত ধন্যবাদ সভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কথাগুলি বলেন। তিনি জানান, মা যেমন আমার জন্মদাত্রী, তেমনি ত্রিপুরাবাসীরা আমাকে সাধারনের মধ্য থেকে মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব প্রদানের মাধ্যমে পুনঃজন্ম দ্বারা সর্বত্র পরিচিতি দিয়েছে।

২০১৮ এর বিধানসভা নির্বাচনের বিশাল জয়ে মাতৃশক্তির ভূমিকা ছিল অন্যতম। যার জন্য আমি তাদের কাছে সর্বদা ঋণী থাকবো। মহিলাদের ৩৩% সংরক্ষণ প্রদানের মাধ্যমে আমি তাদের সেই ঋণ শোধ করার চেষ্টা করছি। রাজ্যের উন্নয়নে তাদের সতঃস্ফুর্ত অংশীদারিত্ব আমাকে আরও বেশী করে কাজ করে যেতে উৎসাহিত করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?