অনলাইন ডেস্ক, ৮ মে।। সদ্য ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন স্টোকস। জো রুটের স্থলাভিষিক্ত হয়েছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। স্টোকসের নেতৃত্বে সাদা পোশাকের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর আশায় ইংলিশরা।
লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হচ্ছে ইংল্যান্ডের। তবে তার আগে দলের চিরস্থায়ী ব্যাটিং সমস্যা নিয়ে ভাবতে হচ্ছে স্টোকসকে। চারে ব্যাট করতে পছন্দ করেন রুট।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের ব্যাটিং অর্ডারের সমস্যার কারণে তিনে উঠে আসতে হয় তাকে। তবে সিরিজের শেষ টেস্টে হাসেনি রুটের ব্যাট। তার আগে ১২ মাস দুর্দান্ত কেটেছিল তার। ২০২১ সালে পেয়েছেন ছয় সেঞ্চুরি। অবশ্য ক্যারিবিয়ান সফরেও দুই সেঞ্চুরি পান তিনি।
এবার নেতৃত্ব পাওয়া স্টোকস ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আনলেন। যেখানে প্রিয় বন্ধু রুটকে ফিরিয়ে দেওয়া হয়েছে তার প্রিয় চতুর্থ স্থান। আর ইংলিশ অধিনায়ক ব্যাটিংয়ে নামবেন ছয়ে। স্টোকস নিশ্চিত করেছেন, তার পূর্ববর্তী অধিনায়ক রুট চারে ব্যাট করবেন।
৩০ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘আমি ইতোমর্ধে তার (রুট) সঙ্গে কথা বলেছি। আমি তাকে চারে ফিরে যেতে বলেছি এবং আমি যাচ্ছি ছয়ে। জো যেখানেই ব্যাট করুক না কেন, সে রান করে। তার সেরা পজিশন চার। আমি তাকে চারে ব্যাট করতে পছন্দ করি এবং আমাকে ছয়ে। ’