অনলাইন ডেস্ক, ৮ মে।। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হবে না এবং এ শনিবার যুক্তরাষ্ট্রে এক স্মমেলনে বলেছেন, কিয়েভ দখলে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যর্থতা এবং বর্তমানে যুদ্ধের প্রধান ফ্রন্ট লাইন দক্ষিণ-পূর্ব ডনবাস অঞ্চলে ধীর গতি সত্ত্বেও রুশ সেনারা ইউক্রেনের বাহিনীকে পরাজিত করতে পারবে বলে নিজের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তা থেকে সরে আসেননি পুতিন।
বার্নস বলেন, মূল যুদ্ধক্ষেত্রে পরাজয় সত্ত্বেও রাশিয়ার ক্ষমতা নিয়ে পুতিনের বিশ্বাস সম্ভবত একটুও নড়েনি। সিআইএ পরিচালকের ভাষায়, ‘আমি মনে করি পুতিন এমন একটি মানসিক অবস্থার মধ্যে রয়েছেন যেখানে তিনি (পুতিন) বিশ্বাস করেন না যে তিনি (ইউক্রেন যুদ্ধে) পরাজিত হতে পারেন’।
মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেন ইস্যুতে বছরের পর বছর ধরে ‘উদ্বেগের’ মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট পুতিন। আর তাই রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর গড়ে তোলা কঠোর প্রতিরোধ সত্ত্বেও নিরুৎসাহিত হননি রুশ এই নেতা।
কারণ তিনি এই আক্রমণটি শুরু করার জন্য নিজের বিকল্পগুলোর ওপর অনেক বেশি নির্ভর করেছিলেন। উইলিয়াম বার্নসের ভাষায়, ‘আমি মনে করি যুদ্ধে আরও বেশি করে জড়িয়ে যাওয়া কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে সহায়তা করবে বলে এখনও নিশ্চিত রয়েছেন পুতিন’।