অনলাইন ডেস্ক, ৮ মে।। টেনিস বিশ্বকে চমকে দিলেন উঠতি তারকা কার্লোস আলকারেজ। তিন সেটের থ্রিলারে এক নম্বর বাছাই নোভাক জকোভিচকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। এর আগে তিনি কোয়ার্টার ফাইনালে হারান ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদালকে।
সেমিফাইনালে জকোভিচকে ৬-৭ (৫-৭), ৭-৫, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন আলকারেজ। দুর্দান্ত কিছু ড্রপ শটে দর্শকদের চমকে দেন এই তরুণ। রবিবার ফাইনালে আলকারেজ মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলেক্সান্দার জাভেরভের। এই জার্মান তারকা সেমিতে হারিয়েছেন স্তেফানোস সিৎসিফাসকে।
তিন নম্বর বাছাই জাভেরভ জিতেছেন ৬-৪, ৩-৪ ও ৬-২ গেমে। ক্লে-কোর্টে পাঁচ নম্বর বাছাইয়ের বিপক্ষে এটি তার প্রথম জয়। প্রথম খেলোয়াড় হিসেবে ক্লে কোর্টে রেকর্ড ২১ গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল ও ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচকে পরপর টানা দুইদিনে হারালেন আলকারেজ।
দুর্দান্ত মৌসুম কাটছে এই তারকার। গত মাসে মিয়ামিতে মাস্টার্স ১০০০ জেতেন তিনি। যা তাকে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে দেয়।