বুক ঢেকে দেওয়ায় সঞ্জয়ের ওপর তেলেবেগুনে জ্বলে ওঠেন আমিশা!

অনলাইন ডেস্ক, ৮ মে।। কথায় বলে শোবিজ দুনিয়ায় নাকি সবাই মুখের ওপরে ‘মুখোশ’ পরে থাকে। তবে মাঝেমধ্যে তারকারা প্রকাশ্য ঝামেলাতেও জড়ান। এর জেরে কখনও নতুন সম্পর্ক ভাঙে, কখনও আবার দীর্ঘদিনের ‘দোস্তি’তে ইতি পড়ে। জানা যায়, একবার ‘কহো না প্যায়ার হ্যায়’- খ্যাত আমিশা প্যাটেলের সঙ্গে তুমুল বচসায় জড়িয়েছিলেন সঞ্জয় দত্ত।

যার জেরে ক্ষতিগ্রস্ত হয় আমিশার ক্যারিয়ার। সঞ্জয় দত্তের সঙ্গে ঝামেলার জেরে ছবি থেকে বাদ পর্যন্ত পড়েছিলেন আমিশা প্যাটেল! সদ্যই দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছে ডেভিড ধাওয়ান পুত্র রোহিত ধাওয়ান। ২০১২ সালে রোহিত ধাওয়ানের সংগীত অনুষ্ঠানের আসর বসেছিল গোয়ায়।

ধাওয়ান পরিবারের এই বিয়ের আসরে যোগ দিতে গোয়ায় হাজির ছিলেন সঞ্জয়, মান্যতা দত্ত, আমিশা-সহ আরও অনেকে।   সেখানেই মাত্রাতিরিক্ত খোলামেলা পোশাক পরেছিলেন ‘রেস’ অভিনেত্রী আমিশা। সেই থেকেই সূত্রপাত ঝামেলার। টাইমস অফ ইন্ডিয়াকে ওই অনুষ্ঠানে উপস্থিত ইন্ডাস্ট্রির একজন জানিয়েছিল, সঞ্জয় দত্ত খুব পুরোনো ধ্যান-ধারণার মানুষ।

মেয়েদের খুব বেশি খোলামেলা পোশাক পরা নাকি পছন্দ করেন না সঞ্জু। তাই খুব শান্তভাবেই আমিশাকে তিনি বলেছিলেন, ‘আমি তোমাকে বোনের চোখে দেখি, তুমি এমন পোশাক পরবে না’। এরপর নিজের হাতে আমিশার ওড়না দিয়ে তার বক্ষযুগল ঢেকে দিয়েছিলেন সঞ্জয়’। তারপর কী ঘটেছিল?ওই সূত্র জানায়, সঞ্জয় দত্ত একেবারেই উপলব্ধি করেননি এই বিষয়টা নিয়ে ‘সিন ক্রিয়েট’ করবেন আমিশা।

আমিশা ওড়না খুলে ফেলে দিয়ে সঞ্জয় দত্তের সঙ্গে চিৎকার শুরু করেন। আমিশা প্রশ্ন করেন, ‘তুমি কে? আমাকে এই সব জ্ঞান দেওয়ার? এই বিষয়ে সঞ্জয়ের নাক গলানো সাজে না, ইত্যাদি..’।   সঞ্জয়ের বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ আনেন আমিশা। এরপর সেই মুহূর্তেই সংগীতের আসর ছেড়ে বেরিয়ে আসেন সঞ্জয়-মন্যতা। পরদিন মুম্বাইয়ে ফিরে আসেন ‘মুন্নাভাই’।

অনেকেই অমিশাকে থামাতে চেয়েছিল, কিন্তু কথা শোনেননি অভিনেত্রী। কিন্তু এর মারাত্মক ফল ভুগতে হয়েছিল আমিশাকে। ঝামেলার জন্য আমিশার সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না সঞ্জয়, তার ফলস্বরূপ ডেভিড ধাওয়ান ও প্রিয়দর্শনের ছবি থেকে বাদ পড়েন আমিশা।

পরে অবশ্য বিষয়টা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন আমিশা। কিন্তু ততক্ষণে ঝগড়ার ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছে। টাইমস অফ ইন্ডিয়াকে আমিশা বলেছিলেন, ‘মোটেই এমন কিছু ঘটেনি। সঞ্জয় আমার ঘনিষ্ঠ বন্ধু, উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারেন না।

আমাকে কেউ ছুঁলে সঞ্জয় তাকে নিজেই মেরে ফেলবে। আমাকে একটা মাছিও ছুঁতে পারবে না সঞ্জয় পাশে থাকলে। এগুলো খুবই নোংরা গুজব। দুর্ব্যবহারের মতো কোনও ঘটনাই ঘটেনি’।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?