স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। বড় ভাই ইন্দ্রজিতের ব্যাটে সেঞ্চুরি, ছোট ভাই চিরঞ্জীবের হাতে দুর্দান্ত বোলিং – দেবনাথ ভাতৃদ্বয়ের অনবদ্য পারফরম্যান্সে দুরন্ত জয় মোহনপুরের।
টিসিএ আয়োজিত সিনিয়র লীগ রাজ্য ক্রিকেটে মোহনপুর ২১০ রানের বিশাল ব্যবধানে খোয়াইকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে মোহনপুর চারদলীয় গ্রুপ লিগে একধাপ উঁচুতে উঠে এসেছে। মোহনপুর মাঠে সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে মোহনপুর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
নির্ধারিত ৫০ ওভার চুটিয়ে খেলে। সবকটি উইকেট হারিয়ে মোহনপুর ৩২২ রানের বিশাল স্কোর দাঁড় করায়। দলের পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ টেল এন্ডারে নেমে ৪৮টি বল খেলে ৬টি বাউন্ডারি ও ১১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১০ রান করে সংগ্রহ করে।
এছাড়া, সমীর দেববর্মার ৫৮ রান, রাহুল সরকারের ২৮ ও শ্রীদাম পালের ২৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। খোয়াই-এর দেবজিত পাল তিনটি এবং সুরজিৎ কর্মকার ও সুজিত চন্দ্র দেব দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে খোয়াই ৩৪.২ ওভার খেলে ১১২ রানে ইনিংস শেষ করে দিতে বাধ্য হয়।
একদিকে চিরঞ্জীব দেবনাথ ও অপরদিকে অজয় সরকারের বিধ্বংসী বোলিং দাপটে খোয়াই বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি। ওপেনার প্রশান্ত দাসের সর্বাধিক ২৯ এবং নিশিকান্ত দেবনাথের অপরাজিত ২৫ রান উল্লেখযোগ্য।
মোহনপুরের চিরঞ্জীব ২৪ রানে পাঁচ উইকেট দখল করে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া, অজয় সরকার পেয়েছে দুটি উইকেট ১৩ রানের বিনিময়ে।