স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। দুর্দান্ত জয় পেয়েছে ধর্মনগর। হারিয়েছে লংতরাই ভ্যালি মহকুমা দলকে। সিনিয়র রাজ্য ক্রিকেট আসরে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে দারুণ সূচনা ধর্মনগর মহকুমা ক্রিকেট দলের।
লংতরাই ভ্যালির ব্যাটসম্যানদের বিশেষ করে মিডল ও টেল এন্ডারদের ব্যাটিং ব্যর্থতাই তাদের হারের কারণ। কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে সকাল ন’টায় ম্যাচ শুরুতে লংরতরাই ভ্যালি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
প্রারম্ভিক ব্যাটসম্যানদের কিছুটা সফলতায় দলীয় স্কোর শতরান পার হয়। ৩২.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে লংতরাই ভ্যালি ১২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অমিত দাস এবং সুদর্শন দাস ২১ করে রান সংগ্রহ করলেও অতিরিক্ত খাতে প্রাপ্ত ২৯ রান-ই স্কোরকার্ডে সর্বোচ্চ বলা যায়।
ধর্মনগরের অমল দাস ২৩ রানে চারটি এবং স্বরাব সাহানি ও সঞ্জয় শর্মা তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ধর্মনগর ২১.২ ওভার খেলে বিশেষ করে আজাদুর রহমান এবং স্বরাব সাহানি জুটির অনবদ্য অপরাজিত ব্যাটিংয়ের সৌজন্যে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
তিন উইকেট হারিয়ে ধর্মনগর জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। স্বরাব ৪৪ রানে এবং আজাদুর রহমান ৩৬ রানে অপরাজিত ছিলেন।সায়ন্তন দেবনাথও সংগ্রহ করেছে ২৩ রান।
স্বরাব সাহানি ৪৩ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৪ রান সংগ্রহ করে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। লংতরাই ভ্যালির কাজল সূত্রধর, রিন্টু চাকমা ও কৃতি কিষান চাকমা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।