অনলাইন ডেস্ক, ৭ মে।। বিগত দুবছর ধরে করোনার কারণে বিপর্যস্ত জনজীবন। বর্তমানে আগের চেয়ে একটু ভালোর দিকে পরিস্থিতি। কিন্তু চিকিৎসকেরাও সব সময় সচেতন থাকার বিধান দিয়েছেন। করোনাকে আটকাতে বিশেষজ্ঞরা বার বার বলেছে, একমাত্র ভ্যাকসিনই পারে এই সংক্রমণের হাত থেকে সকলকে মুক্তি দিতে। এর পর থেকেই জোরকদমে শুরু হয় ভ্যাকসিনে প্রচার।
প্রথম প্রথম কিছু মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে ভীতির সঞ্চার হলেও পরে ভ্যাকসিন নিয়ে আগ্রহ লক্ষ্য করা যায় সকলের মধ্যে। এক এক করে ভ্যাকসিন প্রস্তুত শুরু হয়। কোভ্যাকসিন, কোভিশিল্ড সব থেকে বেশি জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এর পর আসে স্পুটনিক ভি। এবার স্পুটনিক ভি লাইটকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করার অনুমোদন দিল কেন্দ্র।
উল্লেখ্য, দেশে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার মানুষ রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি টিকা নিয়েছিলেন। এখন বেসরকারি টিকাকরণ কেন্দ্র তারা স্পুটনিকের বুস্টার ডোজ নিতে পারবেন। খুব শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক। ভারতে স্পুটনিক ভি ভ্যাকসিন প্রস্তুত ও বন্টনের দায়িত্ব নিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডাঃ রেড্ডি ল্যাবরেটরি। সরকার নিয়ন্ত্রণাধীন কো-উইন থেকে এই স্পুটনিকের বুস্টার ডোজ নেওয়ার স্লট বুক করা আবে।