স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৭ মে।। সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক পঁচিশ দফা দাবী আদায়ের লক্ষে মহকুমা শাসকের নিকট গণমিছিল করে স্মরক লিপি প্রদান করলো উপজাতি গণমুক্তি পরিষদের গন্ডাছড়া বিভাগীয় কমিটি। ওইদিনের গণমিছিলে সাধারণ কর্মীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।সংবাদে জানা গিয়েছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ৪৪-রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের আপামর জাতি জনজাতি মানুষের পাশাপাশি গোটা রাজ্যের মানুষের স্বার্থে সি পি আই এম -এর উপজাতি গণমুক্তি পরিষদের গন্ডাছড়া মহকুমা বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার গণমিছিল করে মহকুমা শাসক অরিন্দম দাসের নিকট পঁচিশ দফা দাবী সম্বলিত একটি স্মরক পত্র তুলে দেন। ওইদিন গন্ডাছড়া মহকুমা সদরের সি পি আই এম -এর দলীয় কার্যালয়ের সামনে থেকে জি এম পি -র একটি মিছিল বের হয়ে মহকুমা সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি সোজা চলে যায় মহকুমা শাসকের অফিসে। সেখান থেকে জি এম পি -র রাজ্য নেতৃত্ব সন্তোষ চাকমার নেতৃত্বে পাঁচ জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসক অরিন্দম দাসের সঙ্গে স্বাক্ষাৎ করে পঁচিশ দফা দাবী সম্বলিত একটি স্মরকলিপি তুলে দেন। উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষন আলোচনার পর মহকুমা শাসক অরিন্দম দাস সব কয়টি দাবিই যুক্তিযুক্ত বলে নিজের প্রতিক্রিয়ায় জানান স্মারক লিপিটি উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে ব্যবস্থা নিতে অনুরোধ করবেন।