‘দিদি আমার খুব প্রিয় একজন মানুষ।’ : সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক, ৭ মে ।। কৃষ্ণ ইনস্টিটিউট কার্ডিয়াক অ্যান্ড ফেটাল সায়েন্সেস উদ্বোধনে এলেন সৌরভ গাঙ্গুলি। সঙ্গে ছিলেন ডোনাও। ছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সৌরভ গাঙ্গুলি বলেন, ‘দিদি আমার খুব প্রিয় একজন মানুষ। ওই বেসরকারি হাসপাতালের জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। এবং রাজ্যের তরফে সব রকমের সাহায্য মিলেছে।

ফিরহাদের প্রশংসা করে সৌরভ বলেন, ফিরহাদ হাকিম সব সময় মানুষের পাশে রয়েছেন। আজ পর্যন্ত তাঁর কাছে গিয়ে উপকার পাননি এমন কোনও উদাহরণ নেই। আমি ফিরহাদ হাকিমকে একটু বেশিই ফোন করে ফেলি। এই মুহূর্তে রাজ্য-রাজনীতিতে বড় জল্পনা সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে যোগ। গতকাল অমিত শাহের তাঁর বেহালার বাড়িতে যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোনা বলেন, গতকাল রাতে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। তবে রাজনীতিতে এলে সৌরভ ভালো কাজ করবেন। ডোনার এই কথাই জল্পনা আরও উসকে দেয়।

গতকাল নৈশভোজে সৌরভ গাঙ্গুলির বেহালার চৌরাস্তার বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন শুভেন্দু অভিকারী-সহ বিজেপির আরও চার নেতা। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্তের মতো বিজেপি নেতারা৷ নীচে নেমে এসে পুষ্পস্তবক দিয়ে সৌরভ নিজে অমিত শাহকে স্বাগত জানান৷

সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বেহালার চৌরাস্তার সেইমতো বেহালার চৌরাস্তার বাড়িতে পৌঁছে যান তিনি। সেখানেই রাতের খাবার খান তিনি। মেনুতে ছিল বাঙালি নিরামিষ পদ। ভাত, রুটি এবং লুচির সঙ্গে ছিল আলুর দম, ডাল মাখনি, ধোকার ডালনা, পনির, ভেজিটেবল কাটলেটের মতো পদ৷ চার বার ধোকার ডালনা চেয়ে খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সবশেষে রসগোল্লা, কাজু বরফি, মিষ্টি দই দিয়ে সম্পন্ন হয় শাহি ভোজ৷ সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের তদারকিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সব পদ রান্না করা হয়৷

বাড়িতে ঢুকে প্রথমে কিছুক্ষণ সৌরভের সঙ্গে হাল্কা কথা বলেন। সঙ্গী বিজেপি নেতারা ছাড়াও সেখানে ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷ সৌরভের মা নিরূপাদেবীর সঙ্গেও দেখা করেন তিনি৷ এর পরই নৈশভোজে বসেন অমিত শাহ সহ বিজেপি নেতারা৷ তাঁদের সঙ্গেই নৈশভোজ সারেন সৌরভ এবং স্নেহাশিসও৷ পরিবেশনে দায়িত্ব নিজে হাতে সামলালেন ডোনা। প্রায় ৮.৫০ নাগাদ সৌরভের বাড়ি থেকে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?