ইন্দোরের স্বর্ণ বাগ কলোনিতে একটি দ্বিতল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক, ৭ মে।। সাতসকালেই ইন্দোরের স্বর্ণ বাগ কলোনিতে একটি দ্বিতল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সাত জনের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। দমকল বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের তিন ঘণ্টা সময় লেগেছে।” আরও তদন্ত চলছে। ঘটনার পর পরই আসেন ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র, বিধায়ক মহেন্দ্র হরদিয়া। তিনি সেখানে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। হাসপাতালে আহতদের অবস্থা জানতে হাসপাতালে পৌঁছেছেন কালেক্টর মনীশ সিং।

এই ঘটনায় শোকজ্ঞাপন করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। একটি ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনায় মৃত্যুর দুঃখজনক খবর পেয়েছি। আমি বিদেহী আত্মার শান্তি কামনা কামনা করছি। পরিবারের সদস্যদের এই গভীর শোক সইবার শক্তি এবং আহতদের দ্রুত সুস্থতা দান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ইন্দোরে অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। আমি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ কমিশনার জানিয়েছেন, সাতজন মারা গেছেন এবং ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা এখন পর্যন্ত নয়জনকে উদ্ধার করেছেন।” মৃতদের নাম ঈশ্বর সিং সিসোদিয়া, নীতু সিসোদিয়া, আশিস, গৌরব ও আকাংশা। মৃত দুইজনের নাম জানা যায়নি। আহতদের নাম হল ফিরোজ, মুনিরা, বিশাল প্রজাপতি, আরশাত ও সোনালী পাওয়ার।আহতরা সকলেই এমওয়াই হাসপাতালে চিকিৎসাধীন। ভবনের সকল বাসিন্দাই ভাড়াটিয়া ছিলেন। ঘটনাস্থলে রয়েছে ফরেনসিক বিভাগ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?