অনলাইন ডেস্ক, ৬ মে।। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো মায়ের সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ। 2017 সালে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি। 2022 এ নির্বাচনে আবার মুখ্যমন্ত্রীর আসন ছিনিয়ে নেন তিনি।
অত্যন্ত কর্মব্যস্ততার কারণে এতদিন মায়ের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি তার। তবে গত সোমবার তিনি মায়ের সঙ্গে দেখা করে এসেছেন। পাঁচ বছরেরও বেশি সময় পরে মায়ের সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ।
माँ pic.twitter.com/3YA7VBksMA
— Yogi Adityanath (@myogiadityanath) May 3, 2022
নিজের টুইট বার্তায় এই বিশেষ মুহূর্ত শেয়ার করে নিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে মা সবিত্রা দেবী বসে রয়েছেন। যোগী আদিত্যনাথ তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন মা।
উত্তরাখণ্ডের পাউড়িতে বড় হয়েছেন বর্তমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি উত্তরাখণ্ড গিয়েছিলেন।
28 বছর পর রাজনৈতিক কর্মসূচি ছাড়া কেবলমাত্র পরিবারকে সময় দেওয়ার জন্য যোগী আদিত্যনাথ এসেছিলেন তার বাড়িতে। দুই হাজার কুড়ি সালে তার বাবার মৃত্যু হয়। সেই সময় সারা দেশজুড়ে করোনার মহামারী চলছিল।
যোগী আদিত্যনাথ তার বাবার শেষ কাজে উপস্থিত থাকতে পারেননি। এই বিষয়ে তার বক্তব্য ছিল রাজ্যের 23 কোটি মানুষের দায়িত্ব তার উপরে। সেই কর্তব্যবোধ থেকে তিনি তার বাবাকে শেষবারের মত দেখার ইচ্ছে পূরণ করতে পারেননি।