অনলাইন ডেস্ক, ৬ মে।। চলমান আইপিএলে চতুর্থ অর্ধ-শতক পেলেন দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। নিজের সাবেক ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন তিনি।
সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি আইপিএল অভিযান শুরু করেন ওয়ার্নার। আর সাবেক দলের বিপক্ষে ম্যাচ দিয়েই করলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৮৯তম ফিফটি। যা এখন বিশ্ব রেকর্ড।
এই মাইলফলকে পা রাখার পথে ওয়ার্নার টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলকে। ৮৮ ফিফটি নিয়ে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে বেশি ফিফটির মালিক হওয়ার রেকর্ডটি এতদিন ধরে রেখেছিলেন ‘ইউনিভার্স বস’।
তবে এবারের আইপিএলে খেলা হচ্ছে না গেইলের। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ফর্মে নেই ৪২ বছর বয়সী জ্যামাইকান। সেই সুযোগে গেইলের রেকর্ডটি ভেঙে দিলেন ওয়ার্নার।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে হায়দরাবাদের বিপক্ষে ৩৪ বলে বলে ফিফটি উদ্যাপন করেন অস্ট্রেলিয়ান ব্যাটার। ব্যাটে ঝড় তোলে দিল্লিকে বড় সংগ্রহ এনে দেন ৩৫ বছর বয়সী ওপেনার। ৩ উইকেটে ২০৭ রান করে ঋষভ পন্তের দল। জবাবে ৮ উইকেটে ১৮৬ রানে থামে হায়দরাবাদ। ২১ রানের জয় পায় দিল্লি।
টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ফিফটিতে ওয়ার্নার ও গেইলের পরে ৭৭ ফিফটি নিয়ে তিনে আছেন বিরাট কোহলি। ৭০ ফিফটি নিয়ে চারে অ্যারন ফিঞ্চ। ৬৯ ফিফটি নিয়ে পাঁচে রোহিত শর্মা।