অনলাইন ডেস্ক, ৬ মে।। শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ইউনেস্কো রাজ্যের দুর্গাপুজো কে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি দেওয়া নিয়ে কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই অনুষ্ঠানে নাকি আমন্ত্রণই জানানো হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে আপাতত তুঙ্গে রাজনৈতিক চাপানোতোর।
প্রটোকল মোতাবেক রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনকেই আমন্ত্রণ জানানোর কথা। বিশেষ করে পশ্চিমবাংলার অন্যতম উৎসব দুর্গোৎসব। কৃষ্টি ও সংস্কৃতির বাহকও। যে রাজ্যের উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পেল, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীই ব্রাত্য। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে উৎসব, সংস্কৃতির মধ্যে এই ধরনের বিভেদের রাজনীতি কোনমতেই কাম্য নয়।
উল্লেখ্য গত সেপ্টেম্বরে ইউনেসকোর তরফে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়।বিশ্বমঞ্চে দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে জানা যাচ্ছে একমাত্র রাজ্যপাল ছাড়া রাজ্যের প্রতিনিধি হিসেবে আর কেউ আমন্ত্রিত নন।