লাভ বার্ডস বনি-কৌশানির বিচ্ছেদ জল্পনা তুঙ্গে

অনলাইন ডেস্ক, ৬ মে।। টলিউডের লাভ বার্ডস বনি-কৌশানির বিচ্ছেদ জল্পনা তুঙ্গে। একাধিক ভারতীয় গণমাধ্যম এ নিয়ে বেশ ফলাও করে খবর প্রকাশ করছে। সেসব প্রতিবেদন থেকে জানা গেছে, অনেক দিন ধরে কথা বলছেন না তারা। কৌশানিও নাকি একা থাকতে চাইছেন। অভিনেত্রীর মতে, সম্পর্কে মতের অমিল থাকলে কিছুদিন দূরত্ব বজায় রাখা উচিত। আর একা থাকা উচিত। যাতে নিজেকে চেনা যায়।

সত্যিই কি সম্পর্কের গতি দুদিকে বাঁক নিয়ে আলাদা পথে ছুটছে— জানতে যোগাযোগ করা হয় বনির সঙ্গে। ঢাকা মেইলকে জানানো প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে নিউজগুলোতে। সাধারণ মানুষের জীবনে ঝগড়া হলে নিউজ হয় না। আমাদের নিউজ হয়ে গেছে। এটাই পার্থক্য। তবে হ্যাঁ, ঝামেলা হয়েছিল। পরে সেটা মিটিয়ে ফেলেছি।’

সিনেমায় অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছাকাছি আসেন বনি-কৌশানি। ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। তারপর রিল লাইফের রসায়ন রিয়েল লাইফে এসে মিশে যায়। গুনে গুনে এখন তাদের সম্পর্কের বয়স সাত বছর।

এদিকে সামনে আরও বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা যাবে বনি-কৌশানিকে। ক্রাইম থ্রিলার সিনেমা ‘মরীচিকা’য় অভিনয় করছেন তারা। ছবির পরিচালক সুমিত সাহিল। প্রার্জুন মজুমদারের ‘অন্তর্জাল’ সিনেমায়ও দেখা যাবে তাদের। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে রিনো দত্ত পরিচালিত ‘সুপারম্যান’ শিরোনামের একটি চলচ্চিত্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?