অনলাইন ডেস্ক, ৬ মে।। চিনে ক্রমশ বাড়ছে করোনার প্রকোপ। তাই স্থগিত হয়ে গেল চলতি বছরের এশিয়ান গেমস। ২০২২ সালে এশিয়ান গেমস হওয়ার কথা ছিল চিনে। কিন্তু সে দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ। একাধিক শহরে লকডাউন ঘোষণা করতে হয়েছে। এই পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে হাংজুতে গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে চিনের সংবাদ মাধ্যম।
এশিয়ান গেমসের ১৯তম আসর বসার কথা ছিল ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চিনের হাংজুতে। জানা যাচ্ছে ২০২৩ পর্যন্ত গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান অলিম্পিক কমিটির সঙ্গে বসেই চিন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, স্থগিত ঘোষণার সময় কোনো কারণ ব্যাখ্যা করেনি চিনা কর্তৃপক্ষ।
এশিয়ান গেমসে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এ মর্মে ঘোষণা করছে যে, ১৯তম এশিয়ান গেমস, যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হাংজুতে, ১০ থেকে ২৫ সেপ্টেম্বর- ২০২২, স্থগিত করা হলো।’
বিবৃতিতে নতুন তারিখ ঘোষণা সম্পর্কেও স্পষ্ট কিছু বলা হয়নি। সেখানে লেখা হয়েছে শুধু, ‘পরবর্তীতে ঘোষণা করা হবে’।
উল্লেখ্য করোনা মহামারির দাপটে একই ভাবে ২০২০ তে স্থগিত হয়ে যায় টোকিও অলিম্পিক। যা একবছর পিছিয়ে ২০২১ এ অনুষ্ঠিত হয়।