অনলাইন ডেস্ক, ৬ মে।। হোয়াইট হাউসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন ক্যারিন জঁ-পিয়েরে। কেবল তাই নয়, সমকামী আন্দোলনের সঙ্গে জড়িত প্রথম কোনো নারী হিসেবে তিনি পদটিতে বসতে যাচ্ছেন।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন তার নতুন প্রেস সচিব জঁ-পিয়েরেকে নিয়োগ দেন। হোয়াইট হাউসের এই শীর্ষ পদে ৪৩ বছর বয়সী জেন সাকির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে প্রশাসনের প্রধান ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন ৪৪ বছর বয়সী জঁ-পিয়েরে। প্রেস সচিবদের দায়িত্ব হলো হোয়াইট হাউসের রিপোর্টারদের দৈনিক সংবাদ ব্রিফিং পরিচালনা করা।
আগামী সপ্তাহে সাকি প্রেস সচিবের দায়িত্ব ছাড়ছেন। এরপর তিনি এক নিউজ আউটলেটে চাকরি নেবেন। টুইটারে সাকি তার উত্তরসূরির জঁ-পিয়েরেকে নৈতিক জায়গা থেকে ‘উল্লেখযোগ্য নারী’ নারী হিসেবে উল্লেখ করেন।