রাজ্য ক্রিকেটে জয় অব্যাহত রেখে নর্থ জোনও ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। টানা দুই ম্যাচে জয়ের সুবাদে ফাইনাল নিশ্চিত করে নিয়েছে নর্থ জোন দলও। পরপর দুই ম্যাচে জয় অব্যাহত রেখে নর্থ জোন অনূর্ধ্ব-১৫ আন্তঃজোনাল রাজ্যস্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে।

মঙ্গলবারে প্রথম খেলায় সাউথ জোনকে হারানোর পর আজ বুধবার দ্বিতীয় ম্যাচে নর্থ জোন ৫১ রানের ব্যবধানে সেন্ট্রাল জোনকে পরাজিত করেছে। চারদলীয় লীগ টুর্নামেন্ট পরপর দুটি ম্যাচে জয়ী হওয়ার সুবাদে নর্থ জোনও ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। সকালের বৃষ্টিতে আউট ফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচ শুরুতে প্রায় সাড়ে চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। বেলা দেড়টায় পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে খেলা শুরুতে টস জিতে সেন্ট্রাল জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।

নর্থ জোনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। এদিকে, ওভার সংখ্যাও কমিয়ে ২২ করা হয়। সীমিত ২২ ওভারে নর্থ জোন ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অভীক পাল সর্বাধিক ৩৬ রান সংগ্রহ করে। এছাড়া, সৌভিক চক্রবর্তীর ২৭ রান এবং কার্তিক পালের অপরাজিত ২০ রানও উল্লেখ করার মতো। সেন্ট্রাল জোনের খোকন বিশ্বাস ৫ রানে এবং সুরজ গুরুং ১৭ রানে ২টি করে উইকেট পেয়েছে। এছাড়া, কনভ চক্রবর্তী ও অভ্রজিৎ দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোন ৬ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২২ ওভারে ফুরিয়ে যায়।

দলের পক্ষে সুরজ গুরুং (১৯ রান), ওপেনার প্রসেনজিৎ চক্রবর্তীর ১৭ রান এবং অধিনায়ক কনভ চক্রবর্তীর ১১ রানের পাশাপাশি অতিরিক্ত খাতে প্রাপ্ত ২৫ রানের সুবাদে দলীয় স্কোর ৮৯ হয়। নর্থ জোনের কার্তিক পাল ১৬ রানে ও অনস্ চক্রবর্তী ১৮ রানে দুটি করে উইকেট পায়। এছাড়া, অভীক পাল পেয়েছে একটি উইকেট। ব্যাটে-বলে দারুন অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে কার্তিক পাল পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?