অনলাইন ডেস্ক, ৪মে।। আ্যনেস্থেটিস্ট হিসেবে কর্মরত ছিলেন শহরের একটি নামি বেসরকারি হাসপাতালে। সংযুক্তা শ্যাম রায়। বয়স মাত্র ৪৩। আচমকাই ভয়ংকর কার্ডিয়াক অ্যারেস্টের কবলে পড়েন। মুহুর্তের জন্য থেমে যায় হৃদযন্ত্রের ক্রিয়া। এরপর হৃদযন্ত্র কাজ শুরু করলেও ওই চিকিৎসকের ততক্ষণে ব্রেনে অক্সিজেনের অভাবে বন্ধ হয়ে গিয়েছে রক্ত সঞ্চালন। ফলশ্রুতি ব্রেন ডেথ। ওই চিকিৎসকের পরিবারকে পুরো বিষয়টি জানান ডাঃ রায়ের চিকিৎসকরা। আর্জি জানান অর্গান ডোনেটের। সংযুক্তা শ্যাম রায়ের চিকিৎসক স্বামী অনুমতি দিতে দেরী করেন নি।
মঙ্গলবার অ্যাপোলোয় ব্রেন ডেথের পর তাঁর মরণোত্তর লিভার ও দু’টি কিডনি নিয়ে নতুন জীবন পাওয়ার কথা কলকাতা ও লাগোয়া শহরতলির তিন বাসিন্দার। রিজিওনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (রোটো) সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে তাঁর অঙ্গ দানের (রিট্রিভ্যাল) ও সংরক্ষণের (হার্ভেস্টিং) প্রক্রিয়া শুরু হয়।
চিকিৎক সংযুক্তা শ্যাম রায়ের পরিবার কে কুর্নিশ জানিয়েছেন কলকাতার চিকিৎসকরা। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের এই প্রাক্তনী চিকিৎসক হিসেবে অগুনতি রোগীর প্রাণ বাঁচিয়েছেন। মৃত্যুর পরেও তাঁর দান করা অঙ্গে জীবন পাবেন কয়েকজন। ডাঃ সংযুক্তার কর্নিয়াও দান করা হয়েছে। যা দিয়ে মৃত্যুর পরেও জীবনের আলো দেখবেন এই চিকিৎসক।