বল হাতে দুরন্ত রিয়াদ, রাকেশ ফাইনাল নিশ্চিত ওয়েস্ট জোনের ওয়েস্ট জোন-‌১৭৪/‌৬ সাউথ জোন-‌৮৬

 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। ফাইনাল নিশ্চিত করে নিয়েছে ওয়েস্ট জোন দল। টানা দুই ম্যাচে জয় অব্যাহত রেখে ওয়েস্ট জোন দল অনূর্ধ্ব-১৫ আন্তঃজোনাল রাজ্যস্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা নিশ্চিত করে নিয়েছে। মঙ্গলবারে প্রথম খেলায় সেন্ট্রাল জোনকে হারানোর পর আজ, বুধবার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট জোন ৮৮ রানের ব্যবধানে সাউথ জোনকে পরাজিত করেছে।

চারদলীয় লীগ টুর্নামেন্টে পরপর দুটি ম্যাচে জয়ী হওয়ার সুবাদে ওয়েস্ট জোন ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। সকালের বৃষ্টিতে আউট ফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচ শুরুতে প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। বেলা বারোটায় এমবিবি স্টেডিয়ামে খেলা শুরুতে টস জিতে ওয়েস্ট জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিকে ওভার সংখ্যা কমিয়ে ৩৩ করা হয়। মূলতঃ রিয়াদ হুসেন এবং রাকেশ রুদ্র পালের বিধ্বংসী বোলিংয়ে জয় সহজ করে দেয় পশ্চিম জোনের। ওয়েস্ট জোন নির্ধারিত ৩৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে।

ওয়েস্ট জোনের পক্ষে উইকেট রক্ষক সঞ্জয় নম:‌ ৬১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৮, দীপঙ্কর ভাটনগর ৭০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৮, দলনায়ক আয়ুষ দেবনাথ ৩৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭, বেদব্রত ভট্টাচার্য ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং সৌরদ্বীপ দেববর্মা ৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ (‌অপ:‌) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। সাউথ জোনের পক্ষে আকাশ নাথ (‌৩/‌৩৭) সফল বোলার। এছাড়া আয়ুষ দেবনাথ ও সুব্রত চক্রবর্তী পেয়েছে একটি করে উইকেট। জবাবে খেলতে নেমে রিয়াদ হুসেন (‌৪/‌১২) এবং রাকেশ রুদ্র পালের (‌৩/‌১৩) বিষাক্ত স্পিনের ভেলকিতে ২২.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে‌ সাউথ জোন মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে মানিক সরকার ৫১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩, অনীশ দাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং প্রণজিৎ দাস ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে।

দলের আর কোনও ব্যাটসম্যান ওয়েস্ট জোনের বোলারদের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। শুভজিৎ দাস, দীপ দেব ও আয়ুষ দেবনাথ পেয়েছে একটি করে উইকেট। ৮ ও ৯ মে দুদিনের ফাইনাল ম্যাচে ওয়েস্ট জোন এবং নর্থ জোন পরস্পরের মুখোমুখি হবে, এটা নিশ্চিত হয়েছে। তবে, এর আগে ৬ই মে দুই দল একবার খেলে নেবে লীগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?