ন্যাটো রাশিয়াকে বারবার বিরক্ত করায় ইউক্রেনে হামলা হয়েছে মনে করেন পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক, ৪মে।। ন্যাটো রাশিয়াকে বারবার বিরক্ত করায় ইউক্রেনে হামলা হয়ে থাকতে পারে বলে মনে করেন ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ইউক্রেনের সংঘাত অন্য দেশগুলো সৃষ্টি করেছে।

একই সঙ্গে আগ্রাসনের সাফাই গাইতে গিয়ে ধর্মীয় প্রেক্ষাপট হাজির করায় রুশ অর্থোডক্স চার্চ নেতারও সমালোচনা করেন তিনি। পোপ সতর্ক করে বলেন, মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিল ‘নিজেকে পুতিনের সেবকে পরিণত করতে পারেন না।’

ইউক্রেনকে অন্য দেশগুলোর আরও অস্ত্র সরবরাহ করা উচিত কি না, তা জানেন না বলেও তিনি মন্তব্য করেছেন। ইতালির দৈনিক ‘কোরিয়েরে ডেলা সেরা’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এসব মন্তব্য করেন। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আচরণকে ক্ষোভের প্রকাশ হিসেবে দেখছেন তিনি। পোপ বলেন, আমি জানি না, দেশটি কোনো ঘটনায় হামলায় প্ররোচিত হয়েছে কি না, তবে প্রতিবেশী দেশগুলোতে ন্যাটোর উপস্থিতি সম্ভবত সেই সুযোগ করে দিয়েছে।

সাক্ষাৎকারে পোপ বলেন, ‘ইউক্রেনের সংঘাত অন্য দেশগুলো সৃষ্টি করেছে।’ তবে তিনি কোনো দেশের নাম বলেননি। এই যুদ্ধের সঙ্গে অন্যান্য সংঘাতকে যুক্ত করে পোপ বলেন, আন্তর্জাতিক স্বার্থেই প্ররোচনা দেওয়া হয়েছে—‘সিরিয়া, ইয়েমেন, ইরাক, আফ্রিকায় একের পর এক যুদ্ধে।’

ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মীয় নেতা বলেন, ‘আমি জানি না কী বলব— ইউক্রেনীয়দের অস্ত্র সরবরাহ সঠিক কি না, সে কথা বলা থেকে আমি অনেক দূরে আছি।’ পোপ বলেন, ‘যেটা স্পষ্ট তা হলো, এই ভূমিতে অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে…এ জন্যই যুদ্ধগুলো হয়—আমরা যে অস্ত্রগুলো বানিয়েছি সেগুলো পরীক্ষা করতে।’

এর আগে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই সংঘাতকে ‘ভ্রাতৃঘাতী’ বলায় পোপের সমালোচনা করেছে কিয়েভ। তারা বলছে, এতে রাশিয়ার আগ্রাসনকে খাটো করে দেখা হচ্ছে।

শান্তির আহ্বান জানাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যেতে প্রস্তুত আছেন বলে জানান পোপ। তবে ক্রেমলিন তার প্রস্তাবে সাড়া দেয়নি। পোপ বলেন, যুদ্ধ শুরুর সময় ভ্যাটিকানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তিনি বলেছিলেন, ‘দয়া করে থামো।’

এদিকে মঙ্গলবার ক্রেমলিনের আর্চেঞ্জেল ক্যাথেড্রালে ধর্মীয় ভাষণে প্যাট্রিয়ার্ক কিরিল দাবি করেছেন, রাশিয়া কখনো অন্য কোনো দেশে হামলা চালায়নি। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স তাকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। রাশিয়া কখনো কাউকে আক্রমণ করেনি।’

প্যাট্রিয়ার্ক কিরিল বলেন, ‘এটা বিস্ময়কর যে একটি বিশাল ও শক্তিশালী দেশ কখনো কাউকে আক্রমণ করেনি। দেশটি কেবল তার সীমান্তগুলো রক্ষা করেছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?