এন.টি.পি.সি-তে চাকরির পরীক্ষা, রাজ্যের প্রার্থীদের জন্য বিশেষ ট্রেনের ব্যাবস্থা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ মে।। দআসামের ডিব্রুগড়ে ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এন.টি.পি.সি-তে চাকরির পরীক্ষা। ত্রিপুরা থেকেও পরীক্ষার্থীরা যাতে ডিব্রুগড়ে গিয়ে পরীক্ষায় বসতে পারে, তার জন্য এন.এফ রেলওয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। শনিবার ৭ মে ০৫৬৬৯ নম্বরের বিশেষ ট্রেনটি রাত ১১ টায় আগরতলা রেল স্টেশন থেকে ছাড়বে। পর দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় ডিব্রুগড় গিয়ে পৌঁছুবে। পরীক্ষা শেষে ট্রেনটি ডিব্রুগড় থেকে ৯ মে রাত ৯ টায়, আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেবে।

আগরতলায় এসে পৌঁছুবে ১০ মে বিকেল ৫ টায়। যাত্রা পথে আগরতলা ও ডিব্রুগড় ছাড়া মোট ১৮ টি ষ্টেশনে দাঁড়াবে ট্রেনটি। আগরতলা থেকে ছেড়ে ট্রেনটি দাঁড়াবে আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, চুরাইবাড়ি। এরপর আসামের পাথারকান্দি, বারইগ্রাম, নিউ করিমগঞ্জ, ভাঙ্গা, বদরপুর, নিউহাফলং, মাইবং, লামডিং, ডিফু, ডিমাপুর, ফরকাটিং, মরিয়ানি, শিমুলগুড়ি ও শিবসাগর টাউন এবং সব শেষে ডিব্রুগড়।

এন.টি.পি.সি ২০০ পদে লোক নিয়োগ করবে। অন লাইনেই দরখাস্ত জমা পড়েছে, সব গুলো পদই ইঞ্জিনিয়ারিং বিভাগে। মেকানিকাল, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং। সম্ভবত এই প্রথম এন.এফ রেলওয়ে চাকরিপ্রার্থীদের জন্য কোনও ট্রেনের ব্যবস্থা করলো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?