৬ মে থেকে আন্তঃমহকুমা রাজ্যস্তরীয় সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। দিনপ্রতি চার মাঠে চারটি খেলা। ডে ম্যাচ। প্রতি ইনিংসে সীমিত ৫০ ওভারের খেলা। বৃষ্টি, মন্দ আবহাওয়ার সাম্প্রতিক পরিস্থিতি ম্যাচের উপর কতটুকু প্রভাব বিস্তার করবে, তাও কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর।সব কিছুর মধ্যেই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য ক্রিকেট শুরু হচ্ছে ৬ মে, শুক্রবার থেকে। রাজ্যের ২৩টি মহকুমার মধ্যে সাতটি গররাজি, বাকি ১৬টি এবারের আসরে অংশ নিচ্ছে। খেলা হবে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। প্রথমত, অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে।

গ্রুপ এ-তে রয়েছে কাঞ্চনপুর, ধর্মনগর, কৈলাশহর এবং লংতরাই ভ্যালি। গ্রুপ লীগ পর্যায়ের খেলাগুলি হবে কৈলাশহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে। গ্রুপ বি-তে রয়েছে উদয়পুর, সাব্রুম, শান্তিরবাজার এবং অমরপুর। এই গ্রুপের খেলাগুলি হবে উদয়পুরের জামজুড়ি মাঠে। গ্রুপ সি-তে রয়েছে সদর, বিশালগড়, তেলিয়ামুড়া এবং বিলোনিয়া।

এই গ্রুপের খেলাগুলো হবে সোনামুড়ার মেলাঘরে, সদরের পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে এবং এমবিবি স্টেডিয়ামে। গ্রুপ ডি-তে রয়েছে কমলপুর, মোহনপুর, আমবাসা এবং খোয়াই। এই গ্রুপের খেলাগুলি হবে কমলপুরের কালীবাড়ি প্লে গ্রাউন্ডে। গ্রুপ লীগ পর্যায়ের খেলা শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

টিসিএ-র অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির কনভেনার উত্তম চৌধুরী স্বাক্ষরিত টুর্নামেন্টের ক্রীড়া সূচি অনুযায়ী ১৫ ও ১৬ মে দুদিন দুই মাঠে দুটি করে মোট চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে বলে স্থির রয়েছে।

একইভাবে সেমিফাইনাল এবং ফাইনালে ম্যাচ রাখা হয়েছে যথাক্রমে ১৮ ও ২০ মে। কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা‌ থেকে ম্যাচের ভেন্যু পরবর্তী সময়ে জানানো হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?