স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ মে।। আসন্ন ২৫ শে বৈশাখ বহুরূপী প্রতিভার অধিকারী একাধারে কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও গল্পকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন উদযাপনের জন্য আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের গান্ধীঘাটস্থিত কার্য্যালয়ের কনফারেন্স হলঘরে এক প্রস্তুতিমূলক বৈঠকে অংশগ্রহণ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
বিশেষ এই দিনের আয়োজন কে স্মরণীয় ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে নানা সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ২৫ শে বৈশাখ বিশ্বকবির ১৬১ তম জন্মদিন উপলক্ষ্যে করোনাত্তর পরিবেশে এ বছর আমরা ভিন্ন এক আমেজে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে চলেছি। এর পাশাপাশি থাকবে বসে আঁকো প্রতিযোগিতা, প্রদর্শনী সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতি মনিকা দাস দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর অরুণোদয় সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।