সময়মত পেনশন পাননি ৫৮ হাজার সেনাকর্মী, এ নিয়ে সরব রাহুল গান্ধি

অনলাইন ডেস্ক, ৪ মে।। সময়মত এপ্রিলের পেনশন পাননি ৫৮ হাজার সেনাকর্মী। ৩০ এপ্রিলের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলেও তা ঢোকেনি। সেনাকর্মীদের পেনশন না পাওয়া নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধি। ট্যুইট করে কেন্দ্রকে তোপ দাগার পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের পেনসন দেওয়ার আর্জিও জানিয়েছিলেন তিনি। তীব্র ক্ষোভের মুখে শেষপর্যন্ত কেন্দ্র জানিয়েছে আজ বুধবারের মধ্যেই সেনাকর্মীরা তাদের পেনশন পেয়ে যাবেন।

কেন্দ্রের তরফে অবশ্য বলা হয়েছে একজন পেনসনভোগী যে জীবিত তার শনাক্তকরণের জন্য নথি দিতে হয়। অনেক পেনসনকর্মী তা দিতে পারেননি বলেই এপ্রিলের পেনশন জমা করা যায়নি।

প্রতি পেনশনভোগীকে জীবন শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট দিতে হয়। এই লাইফ সার্টিফিকেট না দিলে বন্ধ হয়ে যেতে পারে পেনশন। প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে তাই হয়েছে।

সরকার বিবৃতিতে জানায়, ২০২২ সালের এপ্রিল মাসের পেনশন দেওয়ার সময় দেখা যায় প্রায় ৩.৩ লক্ষ সেনাকর্মীর (অবসরপ্রাপ্ত) নথি আপডেট করা নেই। ২৫ এপিলের মধ্যে এদের মধ্যে ২.৬৪ লক্ষ জনের নথি আপডেট করা হয়। তবে ৫৮ হাজার ২৭৫ জনের নথি নিশ্চিত করা সম্ভব হয়নি। সেই কারণেই এই বিপত্তি ঘটেছে।

এই পরিপ্রেক্ষিতে রাহুল লেখেন র‍্যাঙ্ক ওয়ান পেনশন প্রতারণার পর এবার শুরু হয়েছে অলর‍্যাঙ্ক নো পেনশন নীতি গ্রহণ করেছে মোদি সরকার। সেনাদের অপমান করা মানে দেশের অপমান। সরকারের উচিত প্রাক্তন সেনাদের দ্রুত পেনশন দিয়ে দেওয়া। এরপরই কেন্দ্রের তরফে এই পুরো বিতর্ক প্রসঙ্গে বিবৃতি প্রকাশ করা হল। ওয়াকিবহাল মহলের মতে চাপের মুখে পড়েই তড়িঘড়ি কেন্দ্র বিবৃতি দিয়ে পেনশন দেওয়ার সিদ্ধান্ত দিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?