অনলাইন ডেস্ক, ৩ মে।। কংগ্রেসের বিপর্যয় অব্যাহত। বারবার প্রশ্ন উঠছে নেতৃত্বের ভূমিকা নিয়ে। দলের বিপর্যয়ের সময় মুম্বইয়ের নাইট ক্লাবে কী করছেন রাহুল গান্ধী? মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য।
এদিন ট্যুইট করে বিজেপি নেতা লেখেন, রাহুল গান্ধী মুম্বইয়ের একটি নাইট ক্লাবে যখন মুম্বইয়ে চারিদিকে পুলিশি নজরদারি চলছে। যখন তাঁর দলের অবক্ষয় চলছে। কিন্তু তিনি নিজে নিজের অবস্থানে রয়েছেন। এবার কংগ্রেসের মধ্যেও প্রধানমন্ত্রীর পদ নিয়ে টানাটানি হতে চলেছে।
২০২৪ এর নির্বাচনে মোদী সরকারকে গদিচ্যুত করার পরিকল্পনা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে। তাই ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের ক্ষত পুরনে কী কী করা দরকার সেবিষয় নিয়ে আলোচনা হয়।
এরপরে অবশ্য কংগ্রেসে যোগদানের প্রস্তাব ফিরিয়ে দেন প্রশান্ত কিশোর। তাঁর কথায়, গঠনমূলক সংস্কারের মাধ্যমে অন্তর্নিহিত কাঠামোগত সমস্যার সমাধানের জন্য আমার চেয়েও বেশি দলের প্রয়োজন নেতৃত্ব এবং সম্মিলিত সদিচ্ছার।
যদিও বিরোধী পক্ষের স্ট্র্যাটেজি কী হবে? সেবিষয়েও অনেকটাই পরিষ্কার করেছেন প্রশান্ত। কোন রাজ্যে কার সঙ্গে জোট করা প্রয়োজন? সেবিষয়েও কংগ্রেস হাইকম্যান্ডকে পরামর্শ দিয়েছেন নির্বাচনী পরামর্শদাতা। তবে প্রশান্ত কিশোর নিজেও মনে করেন কংগ্রেসকে বাইরে রেখে বিজেপিকে পরাজিত করা সম্ভব নয়। একইসঙ্গে তাঁর দাবি, আগামী দিনে কংগ্রেসের দায়িত্ব গান্ধী পরিবারের বাইরে কোনও ব্যক্তির হাতে তুলে দেওয়া হোক।