অনলাইন ডেস্ক, ৩ মে।। ইউক্রেনে হামলার কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একের পর এক নিষিদ্ধ হচ্ছে রাশিয়া। কয়দিন আগে রুশ ও বেলারুশিয়ান টেনিস তারকাদের নিষিদ্ধ করেছে উইম্বলডন কর্তৃপক্ষ।
এবার রাশিয়ার ফুটবলের ওপর আরও নিষেধাজ্ঞা আনল উয়েফা। ২০২২ প্রমীলা ইউরো কাপে দেশটির অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা। আগামী মৌসুমের ইউরোপের ক্লাব প্রতিযোগিতাতেও রাশিয়ান ক্লাবগুলোর ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।
ইউরো ২০২৮ ও ইউরো ২০৩২ টুর্নামেন্টের আসর নিজেদের মাটিতে আয়োজনের জন্য রাশিয়ার প্রস্তাবকেও অযোগ্য ঘোষণা করেছে উয়েফা।
সোমবার উয়েফা জানায়, রাশিয়ার পরিবর্তে জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২২ প্রমীলা ইউরো আয়োজন করবে পর্তুগাল।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ান ক্লাব এবং জাতীয় দলের ওপর নিষেধাজ্ঞা আনে ফিফা ও উয়েফা। পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।