অনলাইন ডেস্ক, ৩ মে।। চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আর দেখা যাবে না দুই অভিজ্ঞ মিডফিল্ডার জুয়ান মাতা ও নেমানিয়া মাতিচ। রেড ডেভিলদের হয়ে ওল্ড ট্রাফোর্ডে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তারা।
প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইউনাইটেডের ৩-০ গোলের জয়ের ম্যাচে মাতা ও মাতিচ দুজনেই ছিলেন শুরুর একাদশে। তার মধ্যে চলতি মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান ৩৪ বছর বয়সী মাতা।
আগামী জুনে ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই দুই তারকার। এরপর ফ্রি ট্রান্সফারে ওল্ড ট্রাফোর্ড ছাড়বেন মাতা-মাতিচ।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৭১ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন ৩৩ বছর বয়সী ডিফেন্সিফ মিডফিল্ডার মাতিচ। এর চার মিনিট পর মাঠ ছাড়েন মাতাও। মাঠ ছাড়ার আগে দুজনে ওল্ড ট্রাফোর্ডের ৭৩ হাজার ৪৮২ জন দর্শকদের হাত নেড়ে বিদায় জানান।
চলতি মৌসুমের লিগে ইউনাইটেডের বাকি আছে মাত্র দুই ম্যাচ। এই দুটি অ্যাওয়ে হবে ব্রাইটন ও ক্রিস্টাল প্যালেসের মাঠে। এরপর আর রেড ডেভিলদের হয়ে দেখা যাবে না মাতা ও মাতিচকে।
উভয়ে ইউনাইটেডে যোগ দেন চেলসি থেকে। ২০১৪ সালে ওল্ড ট্রাফোর্ডে আসেন স্প্যানিশ তারকা মাতা। এর তিন বছর পর তার সতীর্থ হন সার্বিয়ান তারকা মাতিচ।
https://www.facebook.com/sharer/sharer.php?u=https%3A%2F%2Fwww.facebook.com%2FESPNFC%2Fposts%2Fpfbid0hakAV6r24PDJbg2u9cNWaxAa4o2TgQjjo6Z9FsFvas1WXfHmzPaBZw8ETBk8hfful&display=popup&ref=plugin&src=post