ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধি কে প্রবেশের অনুমতি দিলনা তেলেঙ্গানা সরকার

অনলাইন ডেস্ক, ২মে।। প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধি কে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি দিলনা তেলেঙ্গানা সরকার। এই ঘটনায় ক্ষুদ্ধ কংগ্রেস দায়ী করেছে তেলেঙ্গানা সরকারকেই। আগামী ৬ এবং ৭ মে তেলেঙ্গানা সফরে যাওয়ার কথা রাহুলের।রাহুল গান্ধির তেলেঙ্গানা সফরের জন্য প্রায় পাঁচলক্ষ সমর্থককে নিয়ে বিশাল পদযাত্রার আয়োজন করা হচ্ছে কিন্তু যতক্ষণ না রাহুল কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছেন ততক্ষণ এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন সংগঠকরা।

কংগ্রেসের তরফে বলা হয়েছে, ২৩ এপ্রিল এই অনুষ্ঠানের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। সঙ্গে এটাও জানান হয়েছিল, এই অনুষ্ঠান একদমই অরাজনৈতিক হবে। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, ২০১৭ সালের পর থেকে প্রায় প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।যদিও এই ঘটনায় তেলেঙ্গানা কংগ্রেস আঙুল তুলেছে শাসক দল টিআএসের দিকে। কংগ্রেস সাংসদ রেভান্ত রেড্ডি বলেছেন টিআরএস সরকার কেন এত ভয় পাচ্ছে রাহুল গান্ধিকে। এটা অত্যন্ত লজ্জ্যাজনক ঘটনা।

রেভান্ত রেড্ডি আরও বলছেন “কেসিআর কোম্পানির মনে রাখা উচিৎ পৃথক তেলেঙ্গানা রাজ্য তৈরিতে সোনিয়া গান্ধির ভূমিকা কি ছিল। আজ কেসিআর পরিবার যে ক্ষমতা ভোগ করছে তা সোনিয়ার দান।”

রাহুল কে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে উত্তপ্ত ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই ১৮ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, রাহুল গান্ধিকে অনুমতি না দেওয়ায় তারা পাথর ছুঁড়ছিল। এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছে কংগ্রেস। কংগ্রেস পাল্টা জানিয়েছে রাহুল শুধু মাত্র পড়ুয়াদের সঙ্গে দেখা করে কথা বলতেন, তাদের সমস্যা জানতে চাইতেন। কোন রাজনৈতিক উদ্দেশ্য তাঁর ছিলনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?